নাটোর রাজবাড়ি ২৩৫ দিন পর দর্শনার্থীদের জন্য উন্মক্ত হলো


নাটোর অফিস ॥
নাটোরের রানীভবানীর রাজবাড়ি ২৩৫ দিন পর দর্শনার্থীদের জন্য উন্মক্ত করা হয়েছে। করোনা সংক্রমণের কারনে দর্শনার্থীদের জন্য পরিদর্শন বন্ধ ছিল। সোমবার দুপুরে জেলা প্রশাসনের নির্দেশে তা আবারও দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয়। এখন থেকে আগের নিয়মেই এই রাজবাড়িতে দর্শনীর বিনিময়ে পরিদর্শন করতে পারবেন সকলেই। বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ।
জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ জানান, চলতি বছরের মার্চ মাসে দেশে করোনা সনাক্ত হওয়ার পর গত ১৯মার্চ থেকে ইতিহাসখ্যাত অর্ধবঙ্গেশ্বরী রানী ভবানীর নাটোর রাজবাড়িতে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেয়া হয়। এরপর দীর্ঘ দিন ধরেই বন্ধ ছিল নাটোর রাজবাড়ি। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারনে আবারও সোমবার বিকেল থেকে নাটোর রাজবাড়ি দর্শনার্থীদের প্রবেশের জন্য খুলে দেওয়া হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *