বাগাতিপাড়ায় আগুনে পুড়েছে কম্পিউটার ল্যাবরেটরির ৭ কম্পিউটারসহ মূল্যবান কাগজপত্র


নাটোর অফিস ॥
নাটোরের বাগাতিপাড়ায় শুক্রবার দিবাগত রাতে লক্ষণহাটী স্কুল অ্যান্ড কলেজের কম্পিউটার ল্যাবরেটরিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে কলেজের ৭ কম্পিউটারসহ মুল্যবান কাগজ পত্র। শুক্রবার দিবাগত রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
কলেজের অধ্যক্ষ একেএম শরিফুল ইসলাম লেলিন জানান, ঘটনার দিন ভোর সাড়ে ৪ টার দিকে মোবাইল ফোনের মাধ্যমে তিনি তার প্রতিষ্ঠানে আগুন লাগার বিষয়টি জানতে পারেন। এরপর তিনি ফায়ারসার্ভিস ও পল্লী বিদ্যুৎ অফিসে বিষয়টি অবগত করেন। ফায়ারসার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়। অগ্নিকান্ডের ঘটনায় তার শিক্ষা প্রতিষ্ঠানের সাতটি কম্পিউটারসহ বিএম শাখার ল্যাবরেটরিতে থাকা মূল্যবান কাগজপত্র, চেয়ার, টেবিল, কম্পিউটার ডেস্ক ও বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে বলে তিনি দাবি করেন। ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আব্দুর রাজ্জাক জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। অগ্নিকান্ডে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *