নলডাঙ্গায় অবৈধ সোঁতি জাল অপসারণ করে পুড়িয়ে দিলেন ইউএনও

নাটোর অফিস॥
নাটোরের নলডাঙ্গায় অবৈধ সোঁতি জাল অপসারন করে পুড়িয়ে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার অব্দুল্লাহ আল মামুন। এর সাথে জড়িত থাকার অভিযোগে স্থানীয় ইউপি সদস্য টিটুলকে এক হাজার টাকা জরিমানা করা হয় এবং এসময় জব্দকৃত ৫০ কেজি দেশীয় মাছ এতিমখানায় দান করেন ইউএনও। উপজেলার হলুদঘর স্লুইজ গেটের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ করে এই সোঁতি জাল দিয়ে মাছ শিকার করছিল স্থানীয় প্রভাবশালীরা।
স্থানীরা জানায়, হলুদঘর স্লুইজ গেটের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ করে অবৈধ সোঁতি জাল দিয়ে মাছ শিকারের জন্য ইজারা দেয় স্থানীয় প্রভাবশালীরা।এতে উপজেলার শেখপাড়া,ধনকড়া,ডাকাতিভিটা,নীলডাঙ্গা,হরিদাখলসি,সমসখলসি,রামশাকাজিপুরসহ আশে পাশের কয়েকশ হেক্টর ফসলি জমিতে স্থায়ী জলাবদ্ধতা দেখা দেয়।এতে চিরস্থায়ী জলবদ্ধতার শস্কায় পড়েছিল কৃষকরা। স্থানীয় কৃষকদের অভিযোগ পেয়ে মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ও নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে হলুদঘর খালের স্লুইস গেটের সামনে বাশের বাধ দিয়ে বসানো অবৈধ সোঁতি জাল উদ্ধার করে। এসময় ওই জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *