নাটোরে প্রধানমন্ত্রীর উপহার আরও ৫৫৮টি দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মান করা হবে -ডিসি মোঃ শাহরিয়াজ

নাটোর অফিস॥
জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ বলেছেন,নাটোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার গৃহহীনদের জন্য আরও ৫৫৮টি দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মান করা হবে। মঙ্গলবার নাটোরে আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে উপকারভোগীদের মাঝে দুর্যোগ সহনীয় ঘরের রেপ্লিকা হস্তান্তর অনুষ্ঠানের বক্তৃতায় জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ একথা বলেন। ওই অনুষ্ঠানে মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় ঘর হস্তান্তর করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ। অনুষ্ঠানে জানানো হয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার গৃহহীনদের জন্য নাটোর জেলায় ১৮৯ টি দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ করা হয়েছে। এজন্য ব্যয় হয়েছে ৫ কোটি  ৬৬ হাজার ৭৩ হাজার ৫৪০ টাকা। এর মধ্যে প্রতিটি ঘরের জন্য ব্যয় হয় ২লাখ ৯৯ হাজার ৮৬০ টাকা করে। তৈরিকৃত এসব ঘরের মধ্যে নাটোর সদর বাগাতিপাড়ায়  ও নলডাঙ্গায় উপজেলায় ২৫টি করে, বড়াইগ্রাম ও লালপুরে ২৮টি এবং সিংড়া ও গুরুদাসপুর উপজেলায় ২৯ টি করে ঘর নির্মান করা হয়েছে বলে জানানো হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার জুবায়ের,জেলা পরিষদ চেয়ারম্যান সাজেদুর রহমান খান, জেলা ত্রান ও পুনর্বাসন অফিসার সালাউদ্দিন -আল-ওয়াদুদ,জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক সুব্রত কুমার সরকার,জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ,ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি নবীউর রহমান পিপলু প্রমুখ।
এর আগে আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২০ উদযাপন উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় কর্তৃক ২০১৯-২০২০ অর্থ বছরে নির্মিত হাজার ৫টি দুর্যোগ সহনীয় বাসগৃহ ভার্চুয়াল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *