নাটোর শহরকে উন্নত নগর গড়ে তোলা হবে -শিমুল এমপি


নাটোর অফিস॥
নাটোর-২ (সদর ও নলডাঙ্গা ) আসনের এমপি ও জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শিমুল বলেছেন,ভবিষ্যৎ উন্নত নগরী হিসেবে নাটোরকে গড়ে তোলা হবে। ইতিমধ্যে শহরের মধ্যে দিয়ে যাওয়া সড়কগুলোকে ফোরলেনে উন্নীত করার কাজ চলছে। শিশুদের জন্য শিশু পার্ক সহ সুইমিং ফুল তৈরির পরিকল্পনা নেয়া হয়েছে। শহরের মধ্যে বহুতল ভবনসহ অবাসন নির্মানে বিল্ডিং কোড মেনে করার আহ্বান জানিয়ে শিমুল বলেন, ইতিমধ্যে শহরের মধ্যেকার অবৈধ স্তাপনা উচ্ছেদের জন্য প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া এলাকাভিত্তিক ভবনগুলোতে এক রং ব্যবহার করার জন্য গণপুর্ত বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। অপরদিকে সুন্দর ও পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার লক্ষে পৌর কর্তৃপক্ষ শহরের মধ্যেকার ময়লা ফেলার জায়গা অন্যত্র সরিয়ে নিয়েছে। ভবিষ্যতে নাটোর শহরকে উন্নত নগর গড়তে যা যা করনীয় তার করার পরিকল্পনা নেয়া হবে। আজ সোমবার সকালে নাটোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নাটোর গনপুর্ত বিভাগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এসব কথা বলেন।
‘সকলের জন্য আবাসনঃ ভবিষ্যতের উন্নত নগর’ এই প্রতিপাদ্য নিয়ে এবার বিশ্ব বসতি দিবস পালন উপলক্ষে জেলা গণপুর্ত বিভাগ আয়োজিত সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম রাব্বী, গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলৗ মোঃ জাহিদুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান সাজেদুর রহমান খান, পৌর মেয়র উমা চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবুল কালাম আজাদ,শিক্ষাবিদ অলোক মৈত্র,এনজিও প্রতিনিধি সিবলী সাদিক প্রমুখ।
সভায় বক্তারা ভবিষ্যত উন্নত নগর তৈরির জন্য বিল্ডিং কোড মেনে আবাসন তৈরির ওপর গুরাত্বারোপ করেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *