লালপুরে ১৫হাজার কেজি ভেজাল গুড় জব্দ ॥ ২লাখ টাকা জরিমানা


নাটোর অফিস॥
নাটোরের লালপুরে ভেজাল গুড় কারখানায় অভিযান চালিয়ে ১৫ হাজার কেজি ভেজাল গুড় জব্দ ও কারখানা মালিক মোস্তাক বিশ্বাসকে ২লক্ষ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোর ৬টার সময় উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের মোস্তাক বিশ্বাসের গুড় কারখানায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়েছে। আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার এই জরিমানা করেছেন।
সিপিসি-২, নাটোর র‌্যাব ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার এএসপি মোঃ রাজিবুল আহসান এর নেতৃত্বে উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামে ভেজাল গুড় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে আজ ভোর রাতে অভিযান চালায়। র‌্যাবের অভিযানিক দলটি ওই গ্রামের জমির উদ্দিন বিশ্বাসের ছেলে গুড় ব্যবসায়ী মোস্তাক বিশ্বাসের গুড় তৈরি কারখানায় অভিযান চালায়। অভিযানকালে মোস্তাকের ওই কারখানা থেকে সংরক্ষন করা ভেজাল ১৫ হাজার কেজি গুড়, ৪ বসÍা চিনি, আটা, ফিটকিরি, ফুডগ্রেডবিহীন বিষাক্ত রংসহ গুড় উদ্ধার করে । এসময় ওই কারখানার মালিক মোস্তাক বিশ্বাসকে আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার বিভিন্ন ক্ষতিকর দ্রব্যের মিশ্রনে ভেজাল গুড় তৈরির অপরাধে কারখানা মালিক মোস্তাক বিশ্বাসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ধারা অনুসারে দুই লাখ টাকা জরিমানা করেন। পরে জব্দকৃত উপকরন সহ ভেজাল গুড় ধ্বংস করা হয়।
র‌্যাব নাটোর অফিসের কোম্পানী কমান্ডার এএসপি মোঃ রাজিবুল আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *