নাটোরে করোনা উপসর্গে আরো এক পুলিশ সদস্যের মৃত্যু


নাটোর অফিস ॥
নাটোর জেলা পুলিশ লাইন্সে কর্মরত পুলিশের এএসআই আব্দুল আলীম করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। এনিয়ে জেলায় তিন পুলিশ সদস্য মৃত্যুবরণ করেন। নিহত আব্দুল আলীম সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কারশালিকা এলাকার কফিল উদ্দিনের ছেলে।
জেলা পুলিশ কার্যালয় সুত্রে জানাযায়, আব্দুল আলীম টাইফয়েড জ্বরে আক্রান্ত হলে তিনি পাবনা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। সেখানে অবস্থার অবনতি হলে ১৫ সেপ্টেম্বর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়।বুধবার রামেক হাসপাতালের চিকিৎসক তাকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়। আজ বৃহস্পতিবার তাকে রাজশাহী থেকে ঢাকায় নেওয়ার পথে তার অবস্থার অবনতি হলে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।
জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা করোনা উপসর্গ নিয়ে এএসআই আব্দুল আলীমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আব্দুল আলীম ১৯৮৮ সালের ৫ অক্টোবর কনস্টেবল হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন তিনি। পরবর্তীতে ২০০৫সালের জানুয়ারী মাসে এএসআই (সশস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত হন। তার অকাল মৃত্যুতে
এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *