আংশিক ফোরলেনসহ নাটোর-বগুড়া জাতীয় মহাসড়ক উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন


নাটোর অফিস॥
নাটোর-বগুড়া জাতীয় মহাসড়কের আংশিক চারলেনসহ সম্প্রসারিত উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার শহরের স্বাধীনতা চত্বর (মাদ্রাসা মোড়) এলাকায় নাটোর অংশের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। দিঘাপতিয়া পর্যন্ত প্রায় চার কিলোমিটার অংশ চারলেনসহ খেজুরতলা মোড় পর্যন্ত এই জাতীয় মহাসড়কের ১৪ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে নাটোর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম, পৌর মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ মোর্ত্তুজা আলী বাবলু, উপ দপ্তর সম্পাদক আকরামুল ইসলাম,পৌর আওয়ামীলীগ সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল, সাধারন সম্পাদক হাবিবুর রহমান চুন্নু, মাসুদুর রহমান মাসুদ, আনোয়ারুল ইসলাম আনু,জাহিদুল ইসলাম জাহিদ,ইউপি চেয়ারম্যান ওমর শরীফ চৌহান,সুজিত সরকার, ঠিকাদার মীর হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
নাটোর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম জানান, নাটোর-বগুড়া জাতীয় মহাসড়কের উন্নয়ন কাজের জন্য ৭৩০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এরমধ্যে নাটোর শহরের স্বাধীনতা চত্বর থেকে ( মাদ্রাসা মোড়) দিঘাপতিয়া পর্যন্ত চারলেনসহ খেজুরতলা মোড় পর্যন্ত নাটোর অংশের ১৪ কিলোমিটার উন্নয়ন কাজের জন্য দুই ভাগে ১৪৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই কাজের মধ্যে দিঘাপতিয়া পর্যন্ত চারলেনের জন্য ৮১ কোটি টাকা এবং অবশিষ্ট অংশ খেজুরতলা পর্যন্ত সম্প্রসারিত কাজের জন্য বরাদ্দ ৬৩ কোটি টাকা। এই কাজের জন্য মীর হাবিবুর রহমান ও রানা বিল্ডাস নামে দু’টি ঠিকাদারী প্রতিষ্ঠানকে যৌথভাবে কার্যাদেশ প্রদান করা হয়েছে। ১৮ মাসের সময় দিয়ে এই কার্যাদেশ প্রদান করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নাটোর অংশের এই আংশিক কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *