এবার নাটোরে থামবে ননস্টপ পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন

নাটোর অফিস॥
এখন থেকে নাটোর স্টেশনে এসে থামবে আন্তগর ননস্টপ পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন দু’টি। আগামী ১ সেপ্টেম্বর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ৭৯৪/৭৯৩ আন্তনগর পঞ্চগড় এক্সপ্রেস এবং ৭৯৮/৭৯৭ আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন দু’টি নাটোর স্টেশনে এসে দাঁড়াবে। এদিন একই সাথে ৭৯৪/৭৯৩ আন্তনগর পঞ্চগর এক্সপ্রেস ট্রেনটিও জয়পুরহাট স্টেশনেও দাঁড়াবে। ট্রেন দুটির মধ্যে ঢাকার উদ্দ্যেশ্যে ছেড়ে আসা ননস্টপ আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি এখন থেকে (১লা সেপ্টেম্বর থেকে) প্রতিদিন দুপুর ১২টা ২৬ মিনিটের সময় নাটোর স্টেমনে দাঁড়াবে। সেখানে যাত্রি ওঠানোর পর নির্ধারিত সময়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। একই দিনে বিকেল পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তনগর নন স্টপ পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি বিকেল ৫টা ৫০ মিনিটের সময় নাটোর স্টেশনে এসে দাঁড়াবে। যাত্রি উঠিয়ে আবার গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে। পশ্চিমাঞ্চল রেলের চীফ অপারেনটিং সুপারিনটেনডেন্ট (পশ্চিম) এর পক্ষে সহকারী চীফ অপারেনটিং সুপারিনটেনডেন্ট (পি) (পশ্চিম ) মোঃ আব্দুল আওয়াল স্বাক্ষরিত ৫৪.০১.২৬০০.০০৮,১৮,০১০,২০১২-২০২ তারিখঃ২০ আগষ্ট,২০২০ নম্বর স্বারকে এসংক্রান্ত একটি পরিপত্র সামাজিক গণমাধ্যমে পোষ্ট করা হলেও নাটোর স্টেশন কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করতে পারেননি।
এবিষয়ে জানতে নাটোরের স্টেশন মাস্টার অশোক কুমার চক্রবর্তীর সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করতে পারেননি। তবে তিনিও ফেসবুকের মাধ্যমে পত্রটি দেখেছেন বলে জানিয়ে বলেন, এখনও এসংক্রান্ত কোন সিদ্ধান্ত বা পত্র তিনি হাতে পাননি বা তাকে জানােন হয়নি। এছাড়া নাটোর স্টেশনের জন্য সিট বরাদ্দের বিষয়টিও চুড়ান্ত হয়েছে কিনা তাও জানেননা। এধরনের কোন পত্র হাতে এলে বিস্তারিত জানাতে পারবেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *