নাটোরে ঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে ছুটছে বন্যার্তরা

নাটোর অফিস॥ ভারী বৃষ্টিপাত ও সম্ভাব্য বন্যা থেকে জান-মাল বাঁচাতে বাড়ি-ঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে আসতে শুরু করেছে সিংড়া পৌর এলাকাসহ বিভিন্ন উপদ্রুত এলাকার অসহায় মানুষরা।

আজ সোমবার সিংড়া পৌরসভার ৬ নং ওয়ার্ড আশ্রয়হীনসহ প্রায় ৬৫ টি পরিবারের শতাধিক মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেন পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস।

এর আগে মেয়র ফেরদৌস পৌরসভার বিভিন্ন প্লাবিত এলাকা পরিদর্শন করেন।

মেয়র ফেরদৌস বলেন, আমরা সার্বক্ষণিকভাবে পৌরসভার বিভিন্ন এলাকার খোঁজখবর রাখছি। এছাড়া সমগ্র সিংড়ার জন্য আরও আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। দুর্গত এলাকার মানুষদের আশ্রয়কেন্দ্রে আসার অনুরোধ করছি।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন বানু জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ৫০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। আশ্রয়কেন্দ্রে গবাদি পশুসহ পরিবার আশ্রয় নিতে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *