নাটোরের সিংড়া শহরে ঢুকেছে বন্যার পানি

নাটোর অফিস॥
আত্রাই নদীর পানি বৃদ্ধি অব্যহত থাকায় আগে থেকেই ঝুঁকিতে থাকা সিংড়া পৌর এলাকার সরকারপাড়া, গোডাউনপাড়াসহ নিংগইন, বালুভরা, সেহাগবাড়ি এলাকা প্লাবিত হয়েছে। পানি প্রবাহ রোধে এসব এলাকায় বালুর বস্তা দিয়ে বাঁধ নির্মাণ করা হচ্ছে।

আজ মঙ্গলবার সকাল থেকে বাঁধের কাজের তদারকি করছেন সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস।

মেয়র ফেরদৌস জানান, প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নির্দেশনায় পৌর এলাকায় ৫ টি আশ্রয়কেন্দ্রে খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে। নদীর পানি বৃদ্ধিতে পৌরসভার আরও কয়েকটি মহল্লা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *