নাটোরে ২১ জনের করোনা শনাক্ত(বিস্তারিত)

নাটোর অফিসঃ নাটোরে নতুন ২১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩২৬  জনে।

আজ বৃহষ্পতিবার রাত ১০টায় নাটোরের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আক্রান্তদের মধ্যে সদরের ১২ জন,  লালপুরের ৮ জন ও একজন ফলোআপসহ গুরুদাসপুরের ২জন রয়েছেন।

সদরে আক্রান্তদের একজন উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম। অন্যরা হলেন কানাইখালী এলাকার মাসহ জর্জকোর্টের একজন নারী কর্মকর্তা, উত্তর বড়গাছা নিবাসী ইসলামী ব্যাংক নাটোর শাখার একজন কর্মকর্তা, তেবাড়িয়ায় বসবাসরত সোনালী ব্যাংক আহমেদপুর শাখার এক কর্মকর্তা, একই শাখার প্রধান ক্যাশিয়ার, পুরাতন বাসস্ট্যান্ড কানাইখালী শাখা সোনালী ব্যাংক কর্মকর্তা, আব্দুলপুর সরকারি কলেজের এক ছাত্র ও সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের দুইজন গাড়ি চালক।

লালপুরে আক্রান্তদের মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সের দুই স্বাস্থকর্মীর সন্তান, একজন কর্মচারী, গ্রীন ভ্যালি পার্কের এক কর্মচারী, একজন ছাত্র ও রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুইজন কর্মচারী।

গুরুদাসপুরে নতুন আক্রান্ত ব্যক্তিটি চাচকৈর নিবাসী ব্যবসায়ী।

সিভিল সার্জন জানান, ইতোমধ্যে আক্রান্তদের বাড়ি লকডাউনের জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ কাজ শুরু করেছেন।

(করোনা রোগীর প্রতি মানবিক আচরণ করুন)

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *