নাটোরে ৩১ জনের করোনা শনাক্ত

নাটোর অফিসঃ নাটোরে নতুন ২৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া পূর্বে সনাক্ত আরো ৩ জনের পুনরায় করোনে সনাক্ত হয়েছে।

আক্রান্তদের অবস্থান সনাক্তের কাজ চলছে।

এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১৮  জনে।

আক্রান্তদের মধ্যে সিংড়া উপজেলায় ১১ জন, বড়াইগ্রামে ৬ জন, গুরুদাসপুরে একই পরিবারের ৫ জন, নাটোর সদরে ১ জন, বাড়াতিপাড়ায় ১ জন ও লালপুরের ৪ জন রয়েছেন।

সিংড়ার আক্রান্তরা পৌর এলাকার দমদমা, হরিপুর ও সিংড়া বাজারের বাসিন্দা। বাগাতিপাড়ায় আক্রান্ত ব্যক্তিটি পুলিশের গাড়ির চালক। বড়াইগ্রামে আক্রান্তরা মালিপাড়া, নগর ইউনিয়নের ধানাইদহ গ্রামের এবং চান্দাই ইউনিয়নের দেওমিন গ্রামের বাসিন্দা। গুরুদাসপুরে আক্রান্তরা ধারাবারিষা, উত্তর নাড়িবাড়ি; সিঁধুলি ও চাচকৈর মধ্যমপাড়ার বাসিন্দা।
লালপুরে আক্রান্ত একজন লালপুর সদর ও অপরজন গোপালপুর পৌর এলাকার। অপর দুজন অচেনাা।

নাটোরের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আক্রান্তদের বাড়ি লকডাউন করার প্রক্রিয়া চলমান।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *