নাটোরে ‘যমজ’ আম!

নিজস্ব প্রতিবেদক,বড়াইগ্রাম, নাটোর
জোড়া ফল খুব কম দেখা যায়। তার চেয়েও কম দেখা যায় একই বৃন্তে একজোড়া ফল। তবে দুর্লভ এমন দৃশ্য দেখা গেছে নাটোরের বড়াইগ্রামে। উপজেলার বনপাড়া পৌরশহরের কালিকাপুর মহল্লার কাটাশকোল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আলফুর রহমান প্রামাণিকের বাড়ির উঠোনে লাগানো একটি গাছ থেকে পাকার পর ঝড়ে পড়েছে এক জোড়া আম। বিশেষত্ব হচ্ছে এক বোটায় দুই পরিপক্ক আম।

একই বৃন্তে দুটি আম দেখতে অনেকেই ভীড় জমাচ্ছেন শিক্ষক আলফুর রহমানের বাড়িতে। জোড়া আম নিয়ে যারপরনাই উৎফুল্ল তার পরিবারের সদস্যরাও।

নাটোর জেলা হর্টিকালচার সেন্টারের বৈজ্ঞানিক কর্মকর্তাদের মতে, বিরল এই জোড়া আমটি গোপালভোগ।

শিক্ষক আলফুর বলেন, সকালে ঘুম থেকে উঠেই দেখি বাড়ির উঠোনে জোড়া আমটি পড়ে আছে। গতরাতের ঝড়ে আমরি ঝরে পড়েছে। জোড়া আমটি দেখতে পেয়ে খুবই অবাক হয়েছি। এরকম আর কোন আম আছে কি না, তা খুঁজে দেখেছি কিন্ত পাইনি।

বড়াইগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা ইকবাল আহমেদ বলেন, “এ ধরণের আম আমিও কখনও দেখি নাই। এটি একটি বিরল ঘটনা। একই বৃন্তে কিভাবে আমটি জন্ম নিলো, তা রহস্যই হয়ে রইলো।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *