নাটোরে বিশ্ববিদ্যালয় স্থাপন প্রসঙ্গ॥ প্রধানমন্ত্রীকে পলকের ধন্যবাদ

নাটোর অফিস॥ নাটোরে দুইটি বিশ্ববিদ্যালয় স্থাপন প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন নাটোর-৩ আসনের সংসদ সদস্য ও তথ্য-প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আজ শুক্রবার জুনাইদ আহমেদ পলক ফেসবুকে একটি পোস্টে লিখেছেন, “আমার সংসদীয় এলাকা বাংলাদেশের এক সময়ের অবহেলিত চলনবিল অধ্যুষিত অঞ্চল। এই চলনবিলে বাংলাদেশের মানুষের খাদ্যের চাহিদা মিটানোর বেশির ভাগ ধান উৎপাদন হয়ে থাকে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র কাছে এই কৃষি প্রধান চলনবিল অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের জন্য চলনবিল কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুরোধ করেছিলাম।

তারই ধারাবাহিকতায় চলনবিলবাসীর ভাগ্য উন্নয়নের জন্য উপহারস্বরুপ দেওয়া এই কৃষি বিশ্ববিদ্যালয় পেয়ে চলনবিলবাসী সহ আমরা আনন্দিত ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

প্রতিমন্ত্রীর এমন পোস্টে অনেকেই ধারনা করছেন একটি কৃষি বিশ্ববিদ্যালয় সিংড়ায় হতে চলেছে।

নাটোর-৩: সরকার ক্ষমতায় এলেই সিংড়ায় কৃষি বিশ্ববিদ্যালয়ঃ পলক

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *