নাটোর শহরে এক হাজার গাছ লাগাচ্ছে স্বেচ্ছাসেবক লীগ 

নাটোর অফিসঃ  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে দেশব্যাপী ‘গাছ লাগাও পরিবেশ বাচাও’ এই স্লোগানকে স্বাগত জানিয়ে সকল নেতাকর্মীকে বনজ, ফলজ ও ওষুধি এই তিন ধরনের গাছ রোপণ করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরে স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসুচী পালন করেছে সংগঠনটির  নেতাকর্মীরা।

আজ সোমবার বিকেলে শহরের কান্দিভিটুয়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্ধোধন করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আহমেদ সেলিম।

আহমেদ সেলিম জানান, স্বেচ্ছাসেবক লীগ কর্মীরা পুরো শহরে এক হাজার ফলজ, বনজ, ওষুধিসহ বিভিন্ন গাছের চারা রোপণ করবেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধরণ সম্পাদক সৈয়দ মোর্ত্তোজা আলী বাবলু, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব, জেলা পরিষদ সদস্য  স্বেচছাসেবক লীগ নেতা মলয় রায়, মেহেদী হোসেন শুভ, জহুরুল ইসলাম সুক্কু প্রমুখ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *