নাটোরে গ্রামীণফোনের ৩ বিক্রিয়কর্মী করোনায় আক্রান্ত

নাটোর অফিস॥ নাটোরের গুরুদাসপুরে নতুন ৩ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছে।

তারা সকলেই বেসরকারী মোবাইল ফোন অপারেটর গ্রামীনফোনের বিক্রয়কর্মী।

তাদের বয়স ২৫ থেকে ২৭ বছরের মধ্যে এবং তারা বাস করেন চাঁচকৈড়, খলিফাপাড়া ও কাচারিপাড়া এলাকায়।

আজ শুক্রবার সন্ধ্যা ৬টার টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) করোনা ল্যাব থেকে এ তথ্য নাটোর সিভিল সার্জন আফিসকে জানানো হয়েছে।

গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার তমাল হোসেন জানান, আক্রান্তদের বাড়ি লকডাউন করা সহ তাদের হোম আইসোলেশনে রাখা হচ্ছে। আক্রান্তসহ তাদের পরিবারের লোকদের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

নাটোরের সিভিল সার্জন ডাঃ মিজানুর রহমান জানান, আজ শুক্রবার নাটোরের ২৭টি নমুনা পরীক্ষা করে ২৪ জনের রেজাল্ট নেগেটিভ আসে।

এদিকে, নতুন করে আক্রান্ত এই তিনজন সহ জেলায় এপর্যন্ত মোট আক্রান্ত ৮১ জন। এর মধ্যে গত বুধবার (৯জুন) পর্যন্ত ৪০ জন সুস্থ্য হয়েছেন। একজন মৃত্যুবরণ করেছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *