নাটোরে করোনায় মৃত ব্যক্তির দাফনে নিয়োজিত ২২ পরিবার লকডাউন

নাটোরের সিংড়া উপজেলায় করোনা আক্রান্ত ৫ ব্যক্তির একজনের মৃত্যু হয় ২২শে এপ্রিল। মৃত্যুর পর ওই ব্যক্তির দাফন কার্যে নিয়োজিতসহ সংশ্লিষ্ট ২২ পরিবারকে লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

আজ বুধবার(২৯শে এপ্রিল) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু।

তিনি জানান, ওই ব্যক্তির বয়স ছিলো ৫৬ বছর। স্ট্রোকে মৃত্যুবরণ করেন বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়। সন্দেহ হওয়ায় তার নমুনা সংগ্রহ করা হয়। ২৮শে এপ্রিল রাতে নমুন ফলাফলে দেখা যায় তিনি করোনা পিজিটিভ ছিলেন। সকাল থেকে ওই ব্যক্তির দাফন কাজে নিয়োজিত ২২ ব্যক্তিকে আমরা সনাক্ত করতে পেরেছি। তাদের বাড়িগুলো লকডাউন করা হয়েছে এবং সকলকে কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেয়া হয়েছে।

ইউএনও আরও জানান, মৃত ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করতে গিয়ে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নার্স ও মেডেকেল টেকনোলজিস্ট আক্রান্ত হয়েছেন।

স্থানীয় কাউন্সিলর শরিফুল ইসলাম জানান, মৃত্যুর দুই সপ্তাহ আগে নূর মোহাম্মাদ জ্বর-সর্দিতে আক্রান্ত ছিলেন। যে দিন তিনি মারা যান সেদিনও তিনি জমিতে কৃষি কাজ করেন। বাড়ি আসার কিছু সময় পর তার মৃত্যু হয়। স্বাভাবিক মৃত্যু ধরে নিয়ে স্বাভাবিক নিয়মেই তাকে দাফন করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *