নাটোরের সিংড়ায় ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে প্রতিমন্ত্রী পলক

নাটোর অফিসঃ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আওয়ামী লীগ সরকার সর্বদাই দেশে খাদ্য উৎপাদনে গুরুত্ব দেয়। তাই সরকার কৃষকদের উন্নয়নে কাজ করছে। কৃষি ও কৃষকের স্বার্থে ভর্তুকি, বিনামূল্যে সার, বীজ সুবিধা অব্যাহত রেখেছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরী করে পর্যায়ক্রমে সহায়তা প্রদান করা হবে।

আজ শনিবার(২৫শে এপ্রিল) দুপুরে সিংড়ার বিভিন্ন ইউনিয়নে বোরো ধানের ক্ষেত পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, চলনবিল অধ্যুষিত সিংড়ার বোরো ধান দেশের খাদ্য চাহিদার একটি বড় অংশ পুরণ করে। শিলাবৃষ্টিসহ বিভিন্ন প্রাকৃতিক কারনে এলাকার কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়। সরকার কৃষকদের পাশে আছে, থাকবে। মানসিক ভাবে আমাদের শক্তিশালী হতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু,উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, ধর্ম বিষয়ক সম্পাদক রুহুল আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন সরকার প্রমুখ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *