নাটোরের ১৪৫টি নমুনার ৯৯টি নেগেটিভ, ৪৬টি প্রক্রিয়াধীন

নাটোর অফিস॥
নাটোর থেকে রাজশাহীতে করোনা পরীক্ষার জন্য পাঠানো ১৪৫ টি নমুনার মধ্যে মাত্র ৯৯টির ফলাফল পাওয়া গেছে। এই ৯৯টি পরীক্ষার ফলাফল নেগেটিভ। বাকী ৪৬টির ফলাফল এখনো পাওয়া যায়নি।

সিভিল সার্জন অফিস সুত্রে জানা যায়, গত রবিবার পর্যন্ত পাঠানো ১৪৫ টি নমুনার মধ্যে ৯৯টির ফলাফল পাওয়া গিয়েছে। ৪৬টি নমুনার ফলাফল পাওয়া যায়নি। এরপর রবিবার পরীক্ষার জন্য ১৭টি নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। এই ১৭টির মধ্যে বাগাতিপাড়ায় করোনা উপসর্গে মৃত ব্যক্তি পরিবার সহ ৫টি নমুনা রয়েছে।

নাটোরের সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান বলেন, প্রাপ্ত ফলাফলে এখন পর্যন্ত আমরা ভাল আছি। রাজশাহী ল্যাবে অত্যধিক চাপ থাকায় ফলাফল পেতে একটু দেরী হচ্ছে। দু’একদিনের মধ্যে এ সমস্যা কেটে যাবে।।

তিনি নাটোরবাসীকে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্য বিধি মেনে চলতে অনুরোধ জানান।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *