নাটোরে করোনা আইসোলেশন সেন্টারে ৪০টি শয্যা দিল ক্লিনিক মালিকরা

নাটোরে সম্ভাব্য করোনা আক্রান্ত রোগীদের প্রাতিষ্ঠানিক আইসোলেশন কেন্দ্রের জন্য শহরের একডালায় অবস্থিত ভবঘুরে আশ্রয়কেন্দ্রে ৪০টি শয্যা দিয়েছে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন নাটোর জেলা শাখা।

বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন নাটোর জেলা শাখার সাধারণ আব্দুল আওয়াল রাজা এ তথ্য নিশ্চিত করেছেন।

সম্প্রতি সদর উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলমের উপস্থিতিতে শহরতলীর একডালায় অব্যবহিত ভবঘুরে আশ্রয়ন কেন্দ্রের এই আইসোলেশন কেন্দ্রে শয্যাগুলো বসানো হয়।

জানা যায়,  জেলা প্রশাসন এবং জেলা সিভিল সার্জন অফিসের নির্দেশনা অনুযায়ী প্রতিটি ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে দুই বেডের আইসোলেশন ওয়ার্ড করার নির্দেশনা ছিল। কিন্তু পরবর্তীতে সে নির্দেশনা পরিবর্তন হয়।

সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল রাজা বলেন, জেলার ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা সকল সহযোগিতা নিয়ে প্রশাসনের পাশে রয়েছি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *