নাটোরে সিংড়াবাসীকে ঘরে ফিরতে হাতজোড় করছেন মেয়র ফেরদৌস! 

নাটোর অফিসঃ
বাইরে অহেতুক ঘোরাফেরা করা  মানুষদের ঘরে ফিরে যেতে করজোড়ে মিনতি করছেন নাটোরের সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস। জরুরী প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষদের দ্রুত কাজ শেষে ঘরে ফিরতে অনুরোধ করছেন তিনি।

আজ বৃহষ্পতিবার (২রা এপ্রিল) সিংড়া পৌরসভার বিভিন্ন পথে-ঘাটে অবস্থান নিয়ে মানুষকে বাইরে বের হতে নিষেধ করেন মেয়র ফেরদৌস।

তিনি মানুষের উদ্দেশ্যে বলেন, আমরা হয়তো বুঝতে পারছি না করোনাভাইরাসের ভয়াবহতা। বিশ্বব্যাপী মহামারির এ সময়ে আমরা যদি নিজে সচেতন না হই তবে নিজের পরিবারসহ পুরো জাতিকে এর মাশুল দিতে হবে। করোনাভাইরাস মোকাবেলায় আপনাদের জন্য পৌরসভার পক্ষ হতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি আমরা। আমরা শুধুমাত্র আপনাদের সহযোগিতা কামনা করছি। আকুল আবেদন,
দয়া করে সবাই বাসায় থাকুন। নিজে সচেতন হোন, নিজে নিরাপদে থাকুন, অপরকে নিরাপদ রাখুন।

জান্নাতুল ফেরদৌস বলেন, আমি চাই না সিংড়া পৌরবাসী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর আচরণের শিকার হোক। তাই নিজে মাঠে নেমে সকলকে বোঝানোর চেষ্টা করছি বিষয়টি। মানুষ আমার আমার অনুরোধ রাখবে বলে আশা করছি।

প্রসঙ্গত, সিংড়া পৌরসভার আওতাধীন ১৬টি দোকান ও নিজ বাড়ির চার ভাড়াটিয়ার বাড়িভাড়া মওকুফ করে আলোচনায় আসেন পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *