নাটোরে সঙ্গনিরোধ অমান্য ও দ্রব্যমূল্য বৃদ্ধি করায় ১৩ হাজার টাকা জরিমানা

নাটোর অফিসঃ
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা তৈরি, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা প্রভৃতি বিষয়ে আজ নাটোরের সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ শাহরিয়াজের নির্দেশনায় জেলা উপজেলায় মোট ১৫ টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। করোনা প্রতিরোধে চলমান এই অভিযানকে ত্বরান্বিত করতে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে সঙ্গনিরোধ অমান্য করায় নলডাঙ্গায় এক ব্যাক্তিকে ২০০০ টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া গণজমায়েত বন্ধে বিপ্রবেলঘরিয়া হাট, হালসা হাট এবং সিংড়ার জামতলি হাট বন্ধ করা হয়। এসব হাটে শুধু নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান খোলা থাকবে। পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুসারে বড়াইগ্রামের মৌখরা হাট ও ভরতপুর এলাকায় বিভিন্ন অপরাধে তিন ব্যবসায়ীকে মোট ৮০০০ টাকা এবং নাটোর সদরের তিন ব্যবসায়ীকে ৩০০০ টাকা অর্থদণ্ড করা হয়।

জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ বলেন, এসব অভিযানে করোনা প্রতিরোধে স্থানীয় জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য সচেতন করা হচ্ছে। আমরাও সাধারণ মানুষের সহযোগিতা প্রত্যাষা করছি যাতে তারা ঘরে অবস্থান করে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *