নাটোরে দুই ডায়াগনিস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা

নাটোর অফিস॥
নাটোর শহরের আলাইপুর ও নীচাবাজার এলাকার পৃথক ভ্রাম্যমান আদালত মেয়াদ উত্তির্ণ লাইসেন্স দিয়ে ডায়গনস্টিক ব্যবসা পরিচালনা ও ডায়াগনষ্টিক সেন্টারের ল্যাবে নির্দ্দিষ্ট পরিমানের চেয়ে তাপমাত্রা কম থাকায় দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে।

আজ রোববার(২২শে মার্চ) এ অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভুমি) আবু হাসান জানান, ৫ বছর আগে আলাইপুরস্থ জামান ডায়গনস্টিক সেন্টারের লাইসেন্সের মেয়াদ উত্তির্ণ হওয়ার পরও লাইসেন্স নবায়ন না করেই অবৈধভাবে ডায়গনস্টিক ব্যবসা করে আসছিলেন। এ কারণে জামান ডায়গনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা সহ ডায়গনস্টিকের সকল কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেয়া হয়। এছাড়া চামেলী ডায়াগনষ্টিক সেন্টারের ল্যাবে নির্দ্দিষ্ট পরিমানের চেয়ে তাপমাত্রা কম থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *