নাটোরে অর্ধশতাধিক ভিক্ষুককে পুনর্বাসন সহায়তা

নাটোর অফিস॥
নাটোরে ৫৩ জন ভিক্ষুকদের মাঝে দোকান ঘর, মালামাল, ছাগল এবং খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘ভিক্ষুক পুনর্বাসন এবং বিকল্প কর্মসংস্থান ‘ কর্মসূচির আওতায় এ সহায়তা বিতরণ করা হয়।

আজ শনিবার(১৪ই মার্চ) দুপুরে প্রধান অতিথি হিসেবে নাটোর সদর উপজেলা চত্বরে ভিক্ষুকদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মো: শাহরিয়াজ।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম জানান, এই প্রকল্পের আওতায় ৬১ জন ভিক্ষুককে চুড়ান্তভাবে নির্বাচিত করা হয়। এদের মধ্যে ৫৩ জন উপস্থিত থেকে এই কর্মসংস্থান সহায়তা গ্রহণ করেন। এদের মধ্যে ১০ জন ভিক্ষুককে একটি করে দোকানসহ ২০ হাজার টাকার মালামাল, ৪০ জন ভিক্ষুককে ১টি করে ছাগল, দেড় কেজি ডাল ও ১ কেজি করে সয়াবিন তেল ও ৩ জন ভিক্ষুককে বসত ঘর দেয়া হয়েছে।

এ সময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, আবদুল্লাহ আল সাকিব বাকি প্রমুখ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *