নাটোরে ৬ ইটভাটায় অভিযান, ৮ লাখ টাকা জরিমানা

নাটোর অফিস॥
অবৈধভাবে ইট ভাটা পরিচালনার অভিযোগে নাটোরের লালপুরে ৬ ইটভাটায় অভিযান চালিয়ে ৮ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় এবিএম ইটভাটাকে ২ লাখ, ভিআইপি ইটভাটাকে ১ লাখ টাকা, এনএবি ইটভাটাকে ১ লাখ টাকা, এএইচবি ইটভাটাকে ১ লাখ টাকা, এমআরএ ইটভাটাকে ২ লাখ টাকা, এবং এইচবিসি ইটভাটাকে ১ লাখ টাকাসহ মোট ৮ লাখ টাকা জরিমানা করা হয়।

আজ বুধবার(২৬শে জানুয়ারী) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত লালপুরের বিভিন্ন ইটভাটায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ হাসান। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৫ সিপিসি-২, নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস এম জামিল আহমেদ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ হাসান জানান, ইটভাটাগুলোর পরিবেশ অধিদপ্তরের কোন বৈধ লাইসেন্স ও অন্যান্য কাগজপত্র নেই। তাই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধভাবে ইট উৎপাদন ও বিধি অমান্য করে ভাটা পরিচালনা করার অপরাধে

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *