নাটোরে চুরির দায়ে পুলিশ-চোরের কারাদন্ড

নাটোর অফিস॥
নাটোর পুলিশ লাইন্স থেকে মোটরসাইকেল চুরির অপরাধে ২ পুলিশ কনস্টেবলসহ চোর চক্রের ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে আদালত। আজ রোববার(১৬ই ফেব্রুয়ারী)বিকালে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তানজিম আলম এ রায় ঘোষণা করেন।

নাটোর জজকোর্টের পাবলিক প্রসিকিউটর এডভোকেট সিরাজুল ইসলাম রায়ের সত্যতা নিশ্চিত করেন।

সাজাপ্রাপ্তরা হলেন, পুলিশ কনস্টেবল শোভন আহমেদ ডন ও রকি আহমেদ।

অন্যরা হলেন- মোস্তাক আহমেদ, শরিফুল ইসলাম ও শামিম আহমেদ। পুলিশ কনস্টেবল শোভন আহমেদ ডনকে ৩ বছর ও রকি আহমেদসহ অন্যদের ২ বছর করে কারাদন্ড দেয়া হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৭ সেপ্টেম্বর নাটোর পুলিশ লাইন্স থেকে নায়েক রায়হান মুজিবের একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় একই বছরের ৮ অক্টোবর নাটোর থানায় রায়হান মুজিব একটি মামলা দায়ের করেন। গোয়েন্দা পুলিশ মামলাটির তদন্ত করে পুলিশ কনস্টেবল শোভন আহমেদ ডন ও রকি আহমেদ সহ ৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করে।

পিপি আরও জানান, প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে বিচারক আজ দুপুরে কনস্টেবল ডনকে ৩ বছর এবং অপর কনস্টেবল রকিসহ চোর চক্রের সদস্য মোস্তাক আহমেদ, শরিফুল ইসলাম ও শামিম আহমেদকে ২ বছর করে কারাদন্ড প্রদান করেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *