নাটোরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন কর্মশালা

নাটোর অফিস॥
আগামী ১১ জানুয়ারী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনকে সফল করতে নাটোরে জেলা পর্যায়ে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন নবাগত সিভিল সার্জন ডাক্তার কাজী মিজানুর রহমান। কর্মশালায় জানানো হয় আগামী ১১ জানুয়ারী জেলার ৭ টি উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ২৬ হাজার ৭৩৭ জন শিশুকে নীল রঙের একটি ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ১৯ হাজার ৮৫ জন শিশুকে লাল রঙের ১ টি ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে। কর্মসুচীকে সফল করতে ১ হাজার ৩৮৮ টি কেন্দ্রের মাধ্যমে ৩০৫ জন পরিবার কল্যাণ সহকারী, ১৯৬ জন স্বাস্থ্য সহকারী এবং ২ হাজার ২৮৭ জন স্বেচ্ছাসেবক কাজ করবে। সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে শিশুদের ক্যাপসুল খাওয়ানো হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *