নাটোরে বিদায়ী বছরে কমেছে হত্যাকান্ড

নাটোর অফিস॥
বিগত বছরগুলোর তুলনায় নাটোরে কমেছে হত্যাকান্ডর ঘটনা। চলতি বছর নাটোরে ৪০টি হত্যা মামলা দায়ের হয়েছে। এর মধ্যে নাটোর সদর থানায় ৬টি, সিংড়া থানায় ৯টি, নলডাঙ্গা থানায় ৩টি, বড়াইগ্রামে ৮টি, বাগাতিপাড়ায় ১টি, লালপুর থানায় ৬টি এবং গুরুদাসপুর থানায় ৭টি।

৪০টি মামলার মধ্যে খুনের ঘটনা ঘটেছে ৩৮টি। বাকী দুইটি মামলা পাল্টাপাল্টি পারিবারিক অভিযোগে রেকর্ড করা হয়েছে। এসব হত্যাকান্ডের বেশিরভাগই ঘটেছে পারিবারিক বিরোধের কারণে। এছাড়া রাজনৈতিক আধিপত্য, মাদক, ছিনতাই প্রভৃতি কারণে কিছু হত্যাকান্ড সংঘটিত হয়েছে।

আজ মঙ্গলবার(৩১শে ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ সৈকত হাসান।

জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৭ সালে নাটোরে হত্যাকান্ডের সংখ্যা ছিলো ৫২টি, ২০১৮ সালে ৪৩টি এবং চলতি বছর ৪০টি।

মানবাধিকার কর্মী ও আইনজীবী এডভোকেট মিলন রহমান বলেন, তুলনামূলক অপরাধ প্রবণতা হ্রাসকরণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দৃশ্যমান ভূমিকা রেখেছে চলতি বছর। এ ধারাবাহিকতা রক্ষা করতে পুলিশের পাশাপাশি ব্যক্তি ও পারিবারিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধি বিকল্প নেই।

জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, বিগত বছরগুলোর তুলনায় চলতি বছর নাটোরে হত্যাকান্ডের সংখ্যা কম ছিলো। পাশাপাশি প্রতিটি অপরাধকে গুরুত্ব দেয়ায় কমেছে অনান্য অপরাধসমূহও। অধিকাংশ হত্যারহস্য উন্মোচন করতে সক্ষম হয়েছে পুলিশ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *