নাটোরের বাগাতিপাড়ায় সাংবাদিকের ভাইসহ ৩ জন ডেঙ্গুতে আক্রান্ত

নাটোর: নাটোরের বাগাতিপাড়ায় দুই যুবকসহ তিনজন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। গতকাল ওই দুই যুবককে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে যাদের একজন একজন উপজেলার নওশেরা গ্রামের বাসিন্দা ও জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আশরাফুল আলম খান ডাবলুর ছেলে ও সাংবাদিক আফতাব কান সুইটের ভাই আল আবিদ খান সাম্মু(২০) এবং অপরজন একই উপজেলার শাইলকোনা গ্রামের আবদুল গণির ছেলে রনি(২১)। এছাড়া বাগাতিপাড়ার আরও একজন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

আল আবিদ খান সাম্মুর বাবা আশরাফুল আলম খান ডাবলু জানান, গত ১১ আগষ্ট সাম্মু জ্বরে আক্রান্ত হলে তাকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসকদের পরামর্শে নাটোরে এনে রক্ত পরীক্ষা করা হয়। এতে তার শরীরে ডেংগু ধরা পড়ে। একই উপজেলার সাইলকোনা গ্রামের রনিও ডেঙ্গু আক্রান্ত হলে সোমবার তাকেও নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাটোর আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যেল অফিসার(আরএমও) ডাঃ মাহাবুবুর রহমান জানান, বর্তমানে ১১ জন রোগী নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদের তিনজন রোগী বাগাতিপাড়া উপজেলা থেকে আসা।

উল্লেখ্য, আক্রান্ত আল আবিদ খান সাম্মু ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি নবীউর রহমান পিপলুর ভাগিনা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *