নাটোর গাছ কাটায় বিটিভি উপকেন্দ্রের উপ-পরিচালকসহ ৫জন কারাগারে

নাটোর অফিস॥ নাটোর গাছ কাটার একটি মামলায় বিটিভি উপকেন্দ্রের উপ-পরিচালকসহ ৫জন কারাগারে পাঠিয়েছে আদালত। তারা হচ্ছেন নাটোর বিটিভি উপকেন্দ্রের উপ-পরিচালক এবং নাটোর শহরের মোহনপুর এলাকার আব্দুস সোবহানের ছেলে দেলোয়ার হোসেন, চারঘাট উপজেলার নন্দনগাছি এলাকার ময়েজ উদ্দিনের ছেলে মাহাতাবুর রহমান, বাগাতিপাড়া উপজেলার নওপাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে ইকবাল হোসেন এবং ইকবাল হোসেনের ছেলে সানি।

মঙ্গলবার দুপুরে অতিরিক্ত চীফ জুডিশিয়াল আদালতের বিচারক মামনুর রশিদ তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলী জানান, অভিযুক্তরা গত ২ মে বাগাতিপাড়া উপজেলার নওপাড়া এলাকায় সাবিহা বেওয়ার জমিতে থাকা ১লাখ ২০হাজার টাকার ফলজ ও বনজ গাছ কেটে নেয়। এই ঘটনায় সাবিহা বেওয়া ৪মে বাগাতিপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় মঙ্গলবার দুপুরে অভিযুক্তরা হাজির দিয়ে জামিন আবেদন করে। আদালত অভিযুক্তদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *