নাটোরের নলডাঙ্গায় ভোট দিতে পেরে খুশি ভোটাররা

নাটোর অফিস॥ অনেক দিন পর সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হচ্ছে নাটোরের নলডাঙ্গায়। তাই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে খুশি নলডাঙ্গাবাসী। ভোটোর মাঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের কারণে ঘটেনি কোন অপ্রীতিকর ঘটনা। তাই দিনের শুরুতে কম হলেও বেলা বাড়ার সাথে সাথে বেড়েছ ভোটার উপস্থিতি। ভোটকেন্দ্রের বাইরে ভোটারদের ভীড় লক্ষ্য করা গেছে।

নলডাঙ্গার সরকুতিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন আবুল হোসেন। তিনি দুপুর আড়াইটায় ভোটকেন্দ্রে এসে বিস্ময় প্রকাশ করে বলেন, ‘চিন্তাও করিনি নিজের ভোটটা নিজে এসে পছন্দের প্রার্থীকে দিতে পারবো।’

সরকুতিয়ার গজব হাট এলাকার রশিদুল দিনমজুরী করেন। তিনি বলেন, ‘ভোট দেয়ার কোন ইচ্ছা ছিলো না। কিন্ত বেলা বাড়তেই দেখি মানুষ দল বেধে ভোট দিতে যাচ্ছে আবার ভোট দিয়ে ফিরে আসছে। তাই আমিও ভোটটা দিয়েছি।’

ব্রহ্মপুর বাজারের ব্যবসায়ী আহমেদ আলী বলেন,’ এর আগে ইউপি নির্বাচনে ভোট দিতে পারিনি আর জাতীয় নির্বাচনে ভোট দিতে ইচ্ছাও হয়নি। আমরা অনেক দিন পর ভোট দিলাম।’

নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বি বলেন, নির্বাচন শান্তিপূর্ণ করার পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করা হচ্ছে। আশা করছি শেষ পর্যন্ত সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *