নাটোরের সিংড়ায় ডাকাতিকালে ৫ ডাকাত গ্রেফতার॥ অস্ত্র উদ্ধার, ট্রাক জব্দ

সিংড়া: মহাসড়কে ডাকাতির সময় নাটোরের সিংড়া থেকে দেশীয় অস্ত্র সহ ৫ ডাকাতকে আটক করেছে ডিবি পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। বুধবার ভোর রাতে তাদের আটক করা হয়। পরে দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে আটককৃতদের সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈকত হাসান জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে গতরাতে সদর উপজেলার গাজিপুর বিল এলাকায় টহল দিচ্ছিলো ডিবি পুলিশের একটি দল। এ সময় পাবনা থেকে নাটোরগামী একটি ট্রাককে থামানোর সংকেত দিলে ট্রাকটি ডিবি পুলিশের মাইক্রোবাসে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে ডিবি পুলিশ সদস্যরা তাদের পিছু নিয়ে নাটোরের সিংড়ার নাটোর-বগুড়া মহাসড়কে তাদের ট্রাকটি থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ সেখান থেকে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে আটক করে। অভিযানের সময় তাদের সহযোগী কয়েকজন সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়। পরে তাদের কাছ থেকে হাসুয়া, লোহার রড ও ছোড়া সহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার ও ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাকটি উদ্ধার করে। আটককৃতদের বিরুদ্ধে পাবনা,কুষ্টিয়া ও সিরাজগঞ্জের বিভিন্ন থানায় একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে। আটককৃতরা হলেন, ট্রাক চালক কুষ্টিয়ার বটতলা আনছার ক্যাম্প এলাকার মনছুর রহমানের ছেলে শান্ত হোসেন (২১), দৌলতপুর থানার জামালপুর ক্যাম্পপাড়া এলাকার মৃত ইউসুফ আলী প্রামানিকের ছেলে তোজাম প্রামানিক (৪৫), দৌলতপুর থানার নারায়নপুর গ্রামের ছাহার উদ্দিনের ছেলে মাহাবুল উদ্দিন, দৌলতপুর থানার চাবনা নারায়নপুর গাইনপাড়া মহল্লার মৃত খবির সরদারের ছেলে রেজাউল সরদার ও রাজশাহীর বাঘা থানার বলরামপুর গ্রামের মৃত কমেজ উদ্দিনের ছেলে আজদার রহমান (৫০)। পরে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় প্রেরন করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *