নাটোর-২: নৌকা পাগল নুরুর চাওয়া শেখ হাসিনার সরকার

নবীউর রহমান পিপলু→
শহরের চক বৈদ্যনাথ এলাকার বাসিন্দা নুরুল ইসলাম নুরু । এক সময় ছিলেন নাটোর পৌর সভার ৯ নং ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর। তিনি হৃদয়ে ধারন করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশ। অন্তরে গেঁথে রয়েছে আওয়ামীলীগের নির্বাচনী প্রতীক নৌকা। দলীয়ভাবে তেমন সুবিধা করতে না পারলেও আওয়ামীলীগ তার আদর্শ। যেখানেই সমাবেশ সেখানেই হাজির হন নৌকা প্রতীকের সিম্বল নিয়ে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৈরি করেছেন নৌকা। নিজের মোটর সাইকেলের সামনে নৌকা প্রতীক লাগিয়ে  নিয়ে প্রচারনা চালিয়ে যাচ্ছেন ব্যক্তিগত উদ্যোগে। প্রতিদিন কাকডাকা ভোর থেকে মধ্যরাত অবধি চলে নৌকা প্রতীকের পক্ষে তার প্রচারনা। পথে পথে ঘুরে তিনি প্রচারনা চালিয়ে যাচ্ছেন। এক সন্তানের জনক ও টানাপোড়েনের সংসারে নুরুল ইসলাম নুরুর পিছু টান থাকলেও বঙ্গবন্ধুর আদর্শের প্রচারনা থেমে নেই তার। ঋনগ্রস্থ হয়ে পড়া নুরু দলীয়ভাবে সুবিধা বঞ্ছিত হলেও দল বা দলীয় নেতৃবৃন্দের প্রতি কোন ক্ষোভ নেই।

নুরুল ইসলাম নুরু বলেন,তার চাওয়া পাওয়া বলতে জননেত্রী শেখ হাসিনার সরকার আসুক বারবার। যে সরকার দিয়েছে কওমী শিক্ষার্থীদের দিয়েছে উচ্চতর ড্রিগ্রির মর্যাদা,ভিজিএফ,ভিজিডির মাধ্যমে দুস্থ ও অসহায়দের  দিয়েছেন খাদ্য সহায়তা,প্রসুতি মা ও নবজাতক শিশু এবং বিধবা ও বয়স্কদের জন্য ভাতার ব্যবস্থা করেছেন। জাতীর শ্রেষ্ঠ সন্তানখ্যাত মুক্তিযোদ্ধাদের সম্মানিত করা সহ মোটা অংকের ভাতার ব্যবস্থা করেছেন। সকল প্রাথমিক বিদ্যালয় জাতীয়করন করাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়ভাবে ভাতার ব্যবস্থা করেছেন।  যিনি রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিশ্ব মানবতার মা হিসেবে আখ্যায়িত হয়েছেন। সেই নেত্রী শেখ হাসিনার সময়ে দেশকে মধ্যময়ের দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশকে তৈরি করেছেন ডিজিটাল বাংলাদেশ হিসেবে। তাই দেশকে আরেও এগিয়ে নিতে এবং উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখার জন্য জননেত্রী শেখ হাসিনার বিজয় ছাড়া কিছুই ভাবতে পারেনননা নৌকা পাগল এই নুরুল ইসলাম নুরু। তিনি আবারও একাদশ নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি শেখ হাসিনার আওয়ামীলীগ আবারও সরকার গঠন করবে এই প্রত্যাশায় প্রতিদিনই নৌকা প্রতীক নিয়ে মানুষের দ্বারে দ্বারে ছুটে চলছেন নুরুল ইসলাম নুরু।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *