নাটোরের লালপুরে র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত। 


নাটোর: নাটোরের লালপুরে র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে মেহের আলী (৩৫)  নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এসময় অস্ত্র ও মাদক উদ্ধার হয়। র‌্যাবের দাবী  নিহত মেহের আলী এলাকার শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে খুন ,ডাকাতি ও মাদক সহ ১৪টি মামলা রয়েছে। সে  লালপুর উপজেলার পুরাতন ঈশ্বরদী বাগানপাড়া এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে।
র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পাণী কমান্ডার মেজর শিবলী মোস্তফা জানান, সোমবার রাতে র‌্যাবের একটি টহল দল  লালপুর উপজেলার গোপালপুর বাজারে অবস্থান করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে জয়ন্তিপুর চামটিয়া এলাকার গোপালপুর-গৌরিপুর রাস্তার পাশে জনৈক কালাম হাজীর আম বাগানে কতিপয় মাদক ব্যবসায়ী মাদক বিক্রির জন্য অবস্থান করছে। রাত আড়াইটার দিকে র‌্যাবের টহল দলটি কালাম হাজীর বাগান এলাকায় গিয়ে কিছু লোকের আনাগোনা দেখতে পায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এসময় ৩/৪ জন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহল দল নিজেদের পরিচয় দিয়ে তাদের আত্মসমর্পনের নির্দেশ দেয়। এসময় তারা এলোপাতারি গুলিবর্ষন করে পালানোর চেষ্টা করে। র‌্যাবও পাল্টা গুলি চালালে উভয়ের মধ্যে কয়েক মিনিট  গুলিবিনিময় হয়। এসময় অজ্ঞাত এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায় এবং অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় ঘটনাস্থল থেকে একটি লোহার তৈরী বিদেশী পিস্তল, ৩ (তিন) রাউন্ড পিস্তলের তাজা গুলি, পিস্তলের একটি গুলির খালি খোসা, পিস্তলের একটি ম্যাগাজিন, ১৬০ পিচ ইয়াবা ট্যাবলেট, ৬২ বোতল ফেন্সিডিল, নগদ ৪৬২/- টাকা, ২টি চার্জার টর্চ লাইট, ৫টি পুরাতন স্যান্ডেল, ১টি গ্যাস লাইট, ১টি,মোবাইল ফোন ও  ১টি সিম কার্ড উদ্ধার করা হয়। পরে অনুসন্ধান করে নিহত ব্যক্তির নাম মেহের আলী বলে জানা যায়।
র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পাণী কমান্ডার মেজর শিবলী মোস্তফা।ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,নিহত মেহের আলীর বিরুদ্ধে খুন ,ডাকাতি ও মাদক সহ ১৪টি মামলা রয়েছে। সে নাটোর জেলার লালপুর থানার অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *