গুরুদাসপুরে অস্ত্র ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার!

জ্যেষ্ঠ প্রতিবেদক॥
নাটোরের গুরুদাসপুরে একটি ওয়ান শ্যুটার পাইপ গান ও ৯ রাউন্ড গুলিসহ মোঃ আমানত মোল্লা ওরফে ফকির (৪০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপীড অ্যাকশন ব্যাটালিয়ান ( র‌্যাব-৫)। শুক্রবার দিনগত রাত পৌনে একটার সময় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৫। এর আগে সন্ধ্যা সাড়ে ৬ টার সময় উপজেলার চাঁচকৈড় (বাজার পাড়া) এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার মোঃ আমানত মোল্লা ওই এলাকার মৃত গিয়াস উদ্দিন ফকিরের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি দল স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ আজমল হোসেন এর নেতৃত্বে শুক্রবার সন্ধ্যার সময় জেলার গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় (বাজার পাড়া) গ্রামস্থ মোঃ আমানত মোল্লার বসত বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় লোহার তৈরী দেশীয় একটি ওয়ান শ্যুটার পাইপ গান, ৫ রাউন্ড শর্ট গানের গুলি, ০১টি থ্রি নট থ্রি রাইফেলের গুলি, ০২ রাউন্ড পি-৫৪ এর গুলি, ০১ রাউন্ড রিভালভার এর গুলি, ০১টি লোহার তৈরী চাপাতি দা, ০১ টি প্লাষ্টিকের খেলনা পিস্তল, ০১ ট পুরাতন লাল কালো রং এর সেম্পনি বিএল৬০ মডেলের মোবাইল ফোন ও ০১টি মোমোরী কার্ড সহ হাতে নাতে তাকে গ্রেফতার করা হয়।
র‌্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ আজমল হোসেন এতথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানান তিনি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *