নাটোরে বন্দুকযুদ্ধে শীর্ষ মাদক ব্যবসায়ী খালেক নিহত।

প্রতিবেদক,সিংড়া॥
নাটোরের সিংড়ায় র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে আব্দুল খালেক (৩৬) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। রোববার রাত দেড়টার দিকে উপজেলার শেরকোল ইউনিয়নের ভাগনাগরকান্দি ভাটোপাড়া এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে। সে চৌগ্রাম ইউনিয়নের বড় চৌগ্রাম গ্রামের আজাহার আলী প্রামাণিক ছেলে। আব্দুল খালেকের বিরুদ্ধে নাটোর জেলার বিভিন্ন থানায় মাদক, চোরাচালান, অপহরণসহ ২০টি মামলা রয়েছে। সে জেলার অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত বলে দাবী র‌্যাবের।

র‌্যাব-৫ নাটোর সিপিসি-২ কোম্পানী অধিনায়ক মেজর শিবলী মোস্তফা ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, রাত ১টা ২৫ মিনিটের দিকে সিংড়া উপজেলার ৮ নং শেরকোল ইউনিয়নের ভাগনাগরকান্দি এলাকায় মাদক ব্যবসায়ীদের অবস্থান রয়েছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব-৫ এর একটি দল। এসময় সেখানে থাকা একদল মাদক ব্যবসায়ীদের সাথে তাদের গুলিবিনিময় হয়। এতে ঘটনাস্থলেই এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়। আহত অবস্থায় তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হলে তার মৃত্যু হয়। এছাড়াও সেখান থেকে ৩ থেকে ৪ জন পালিয়ে যায়। এসময় র‌্যাবের দুইজন সদস্যও আহত হন। আহত র‌্যাব সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাস্থল থেকে প্রায় আড়াই লক্ষ টাকা মূল্যের ৮শত ৫৩ পিচ ইয়াবা ট্যাবলেট, একটি লোহার তৈরি বিদেশী রিভালভার, ২রাউন্ড গুলি, গুলির ১টি খালি খোসা, ২টি চার্জার টর্চ লাইট, ২টি গ্যাস লাইট, ৫টি স্যান্ডেল, ১প্যাকেট ডার্বি সিগারেট ও নগদ এক হাজার দুইশত টাকা উদ্ধার করা হয়েছে।

শেরকোল ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য রঞ্জু মিয়া বলেন, হঠাৎ রাত দেড়টার দিকে গুলির শব্দ শুনতে পাই। পরে বাহিয়ে গিয়ে দেখি তার বাড়ি পার্শ্বের রাস্তায় উপর এই ঘটনা। প্রায় ৭ থেকে ৮ রাউন্ড গুলির শব্দও শুনতে পান বলে জানান তিনি।#(ছবি সংযুক্ত)

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *