লালপুরে জি-বাংলা’র আলোচিত কণ্ঠ শিল্পী নোবেল

লালপুর থেকে আশিকুর রহমান টুটুল,
ভারতের জি বাংলা টেলিভিশনের রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’ আলোচিত সংগীতিশিল্পী বাংলাদেশের মাঈনুল ইসলাম নোবেল কে এবার দেখো গেছে নাটোরে লালপুরে। কয়েক মিনিটের জন্য শুক্রবার (২৮ মে) সন্ধ্যা ৬টার দিকে লালপুর উপজেলার ওয়ালিয়া বাজারের হামিদ সুপার মার্কেটে তাকে দেখা গেছে। এসময় তার সঙ্গে সেলফি তুলতে ভীড় জমায় ভক্তবৃন্দরা। কিছুক্ষণের মধ্যে নোবেলের সঙ্গে ভক্তবৃন্দদের তোলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
ছবিতে দেখা যায় চোখে চশমা, কাঁধে ঝোলানো ব্যাগ নিয়ে নোবেলে ভক্তদের সঙ্গে চা খাচ্ছেন আবার কোন ছবিতে দেখা যাই শুধুই সেলফি তুলছেন নোবেল। তবে হঠাৎ লালপুরে কেন আসলেন, নোবেল সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। সোশ্যাল মিডায়ায় অনেকেই মনে করে, ‘খামখেয়ালিপনায় মেতে থাকা এই কণ্ঠশিল্পী মানসিক প্রশান্তির জন্য হয়ত ঘুরতে আসতে পারে।’
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা মন্তব্য করে ঝড় তোলেন এই শিল্পী। এ বিষয়ে জানতে নোবেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করতে ফোন করা হলে কল রিসিভ করেননি তিনি।
প্রসঙ্গত, ‘২০১৯ সালে ভারতের জি বাংলা টেলিভিশনের রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’-তে অংশ নিয়ে আলোচনায় আসেন বাংলাদেশের গোপালগঞ্জের ছেলে মাঈনুল ইসলাম নোবেল। কিন্তু গানে মনযোগী হওয়ার চেয়ে বিতর্কের জন্ম দিতেই ভালোবাসেন তিনি।’
ওয়ালিয়া বাজারে নোবেলের সঙ্গে সেলফি তোলা ভক্ত রাব্বি জানান,‘ নোবেল তার পছন্দের একজন শিল্পী। তিনি তার বড়ো ফ্যান, এভাবে হঠাৎ পছন্দের প্রিয় শিল্পী কে নিজ গ্রামে দেখে ও তার সঙ্গে সেলফি তুলতে পেরে অভিভুত তিনি ।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *