বড়াইগ্রামে কিন্ডারগার্টেন শিক্ষকদের সোনালী ব্যাংকের অনুদান

নাটোর অফিস॥
নাটোরের বড়াইগ্রামে কোভিড-১৯ ফলে ক্ষতিগ্রস্থ কিন্ডারগার্টেন শিক্ষকদের এককালীন দুই হাজার টাকা করে অনুদান দিয়েছে সোনালী ব্যাংক লিমিটেড বড়াইগ্রাম শাখা। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তে নির্বাচিত ৪৫জন শিক্ষকের হাতে অনুদানের নগদ টাকা তুলে দেন ইউএনও জাহাঙ্গীর আলম।
বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, শাখা ব্যবস্থাপক শওকত হয়দার খাঁন, প্রিন্সিল অফিসার মারজান আলী, উপজেলা শিক্ষা অফিসার রেজাউল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার ফায়জুল ইসলাম মাসুম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, উপজেলা কিন্ডারগার্টেণ এ্যাসোসিয়েশনের সভাপতি ও বাড ইন্টারন্যাশনালের অধ্যক্ষ রফিকুল ইসলাম, সেন্ট পিটার্স একাডেমির অধ্যক্ষ ক্লেমেন্ট পিরিস প্রমুখ।
শাখা ব্যবস্থাপক শওকত হায়দার খাঁন জানান, সোনালী ব্যাংকের পক্ষ থেকে নাটোর জেলায় কোভিড-১৯ ফলে ক্ষতিগ্রস্থ কিন্ডারগার্টেন শিক্ষকদের এককালীন আট লাখ টাকা অনুদান বরাদ্দ দেয়া হয়। তার অংশ হিসেবে বড়াইগ্রামে ৯০ হাজার টাকা প্রদান করা হয়।
ইউএনও জাহাঙ্গীর আলম বলেন, কোভিড-১৯টিতে ক্ষতিগ্রস্থদের জন্য সরকারের সহায়তা অব্যহত রয়েছে। সোনারী ব্যাংকের ন্যায় অন্যান্য ব্যাংক গুলো যদি ক্ষতিগ্রস্থদের প্রতি সাহায্যের হাত বাড়ালে তারা আরও উপকৃত হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *