নাটোরে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জেলার শীর্ষে কাদিরাবাদ স্যাপার কলেজ।

নাটোর: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নাটোরের বাগাতিপাড়া উপজেলার কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ গত কয়েক বছরের মতো এবারো জেলায় শীর্ষস্থান অর্জন করেছে। এখান থেকে ৫৬৭জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ৫৫৮জন, ফেল করেছে ৯জন এবং জিপিএ-৫ পেয়েছে ৫৭জন। এ ছাড়া নাটোর সদরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ থেকে ৩৪জন, রাণী ভবানী সরকারি মহিলা কলেজ থেকে এবং লালপুরের আব্দুলপুর সরকারি কলেজ থেকে একজন করে জিপিএ-৫ পেয়েছে, নাটোর সিটি কলেজ থেকে দুইজন জিপিএ-৫ পেয়েছে। এ ছাড়া বড়াইগ্রামের মহিলা বিএম কলেজ থেক ৯জন, জোনাইল ডিগ্রি কলেজ ও শেখ ফজিলাতুন নেছা মুজিব মহিলা কলেজ থেকে ৭জন করে ও সেন্ট যোসেফ স্কুল এন্ড কলেজ থেকে ৬জন জিপিএ-৫ পেয়েছে। লালপুরের গোপালপুর ডিগ্রী কলেজ থেকে চারজন, মঞ্জিল পুকুর কৃষি ও কারিগরি কলেজ থেকে ৬জন এবং মাজার শরীফ মহিলা বিএম কলেজ থেকে দুইজন জিপিএ-৫ পেয়েছে। সিংড়া উপজেলার দমদমা স্কুল এন্ড কলেজ এবং গুরুদাসপুরের বিল চলন শহীদ শামসুজ্জোহা কলেজ থেকে থেকে ৯জন করে জিপিএ-৫ পেয়েছে। হাতিয়ান্দহ মহিলা কলেজ থেকে ৩জন জিপিএ-৫ পেয়েছে। অপরদিকে জেলার ও সিংড়ার গোল-ই-আফরোজ সরকারী কলেজ থেকে কোন শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি বলে জানা গেছে।
কাদিরাবাদ স্যাপার কলেজের অধ্যক্ষ মোঃ তৌহিদুল ইসলাম বলেছেন, তার কলেজের সকল শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টাতেই এই ফলাফল অর্জন সম্ভব হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *