লালপুরে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার করে ডাক্তার পরিচয় দেয়ায় দুই জনকে ২লাখ টাকা জরিমানা
নাটোর অফিস ॥
নাটোরের লালপুরে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার করে ডাক্তার পরিচয় দেয়ায় মোস্তাফিজুর রহমান (৩৬) নামে একজনকে দুই বছরের কারাদন্ড ও ২ লাখ টাকা জরিমানা এবং মোঃ আলমগীর কবির (২৬) নামে াপর একজনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। শুক্রবার র্যাবের ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট(ভুমি) মাম্মী াাক্তার তাদের এই দন্ডাদেশ দিন। দন্ডপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান উপজেলার কামারহাটি গ্রামের মৃত তাছেন আলীর ছেলে এবং আলমগীর কবির সাইলকোনা গ্রামের আব্দুল করিমের ছেলে।
সিপিসি-২, র্যাব নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি মোঃ মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার র্যাবের ভ্রাম্যমান আদালত আজ বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার গোসাইপুর গ্রামে ওয়ান ল্যাব ডায়াগনস্টিক সেন্টার এন্ড চেম্বার এ অভিযান চালায়। এসময় লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার এন্ড চেম্বার স্থাপন করে কোনরূপ ডিগ্রী না থাকা সত্তেও নিজেকে ডাক্তার পরিচয়ে বে-আইনি ভাবে সেবা গ্রহিতার জীবন বা নিরাপত্তা বিপন্নকারী কার্য করার অপরাধে মোস্তাফিজুর রহমান ও আলমগীর কবিরকে আটক করা হয়। এসময় লালপুর উপজেলা স্বাস্থ্য কমপেøেক্সর আরএমও ডা সুরুজ্জামান শামীমের উপস্থিতিতে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট (ভুমি) লালপুর শাম্মী আক্তার মোস্তাফিজুর রহমানকে দুই বছরের কারাদন্ড ও ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাস বিনা¤্রম কারাদন্ড এবং অপর আসামি আলমগীর কবিরকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায় তিন মাস বিনা¤্রম কারাদন্ড প্রদান করেন।