বাগাতিপাড়ায় অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করায় এক শিক্ষককে ১ মাসের কারাদন্ড

নাটোর অফিস॥
নাটোরের বাগাতিপাড়ায় মাষ্টার ডায়াগনস্টিক এন্ড কনসালটেন্ট সেন্টার নামে ভূয়া প্রতিষ্ঠান পরিচালনা করায় মতিউর রহমান (৩৪) নামে এক স্কুল শিক্ষককে এক মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্প্রতিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রিয়াংকা দেবী পাল এ আদেশ দেন। দন্ডাদেশ প্রাপ্ত মতিউর রহমান বাগাতিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার সহকারী শিক্ষক বলে জানা যায়।
ইউএনও অফিস সূত্রে জানা যায়, বাগাতিপাড়া পৌরসভার ঘোরলাজ এলাকায় প্রায় তিন বছর ধরে অনুমোদনহীন মিষ্টিমনী ফার্মেসী পরিচালনা করে আসছিলেন মতিউর রহমান। সম্প্রতি তার বাড়ির সামনে মাষ্টার ডায়াগনস্টিক এন্ড কনসালটেন্ট সেন্টার নামের অপর একটি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যানার টানান। বিষয়টি নজরে এলে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রিয়াংকা দেবী পালের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত সেখানে অভিযান চালায়। অভিযানকালে ওই ডায়াগনস্টিক সংশ্লিষ্ট কোন প্রকার সনদ দেখাতে ব্যর্থ হলে মতিউর রহমান মাষ্টারকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদারতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রিয়াংকা দেবী পাল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *