নাটোরের লালপুরে মাজারের সিন্দুক ভেঙ্গে টাকা চুরি

নিজস্ব প্রতিবেদক, লালপুর॥
নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের ভেল্লাবাড়ীয়া হযরত বাগু দেওয়ান (রাঃ) মাজারের সিন্দুকের তালা ভেঙ্গে টাকা চুরির ঘটনা ঘটেছে। তবে সিন্দুকে কি পরিমাণ টাকা ছিল, তা জানাতে পারেনি কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার(১৪ই জানুয়ারী) ভোররাতের কোন এক সময় এ ঘটনা ঘটে। মাজার সংলগ্ন মসজিদে ফজরের নামাজ পড়তে গিয়ে মুসল্লীরা সিন্দুকের তালা খোলা দেখতে পায়।

লালপুর থানার উপ-পরিদর্শক(এসআই) জামান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মুসল্লী ও স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, মঙ্গলবার ফজরের নামাজের আগে ঘটনাটি ঘটেছে। ফজরের নাম পড়তে গিয়ে মুসল্লীরা মাজারের সিন্দুকের তালা খোলা অবস্থায় দেখেন। তালাটি ভাঙ্গা অবস্থায় পাওয়া যায়। পরে মাজার কমিটি বিষয়টি পুলিশকে অবহিত করেন। চুরির ঘটনা জানতে পেরে শতশত মানুষ মাজার এলাকায় ভীড় জমান। সিন্দুকে কি পরিমান টাকা ছিলো তার কোন তথ্য পাওয়া যায়নি।

লালপুর থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান, এ ঘটনায় মাজার কমিটির পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগটি তদন্ত করা হচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *