নাটোরের লালপুরে ১০০ কৃষক-কৃষাণীর প্রশিক্ষণ অনুষ্ঠিত।

লালপুর: নাটোরের লালপুর উপজেলায় ২০১৭-১৮ অর্থবছরে এনএটিপি-২ এর আওতায় সিআইজি-ননসিআজি টেকনোলজি শেয়ারিং বিষয়ক কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (০৩ জুলাই) সকালে লালপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ওয়ালিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান আনিছুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা কৃষি অফিসার হাবিবুল ইসলাম খাঁন। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত কৃষি অফিসার সঞ্জিব কুমার গোস্মামী, ওয়ালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, ওয়ালিয়া উপ-সহকারী কৃষি কর্মকর্তা সালাউদ্দিন প্রমুখ।
প্রশিক্ষণে ১০০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *