নাটোরে জনতার মুখোমুখি রাজমিস্ত্রী থেকে নির্বাচিত হওয়া উপজেলা ভাইস চেয়ারম্যান!
নাটোরে জনতার মুখোমুখি রাজমিস্ত্রী থেকে নির্বাচিত হওয়া উপজেলা ভাইস চেয়ারম্যান!
আপডেট: ২৬/০৭/২০১৮, সময়: ১৮:২৩
এম এম আলী আক্কাস, গুরুদাসপুর: জনতার মুখোমুখি হলেন নাটোরের গুরুদাসপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মো.আলাল শেখ। আজ বৃহষ্পতিবার বিকালে পৌরসভার চাঁচকৈড় রসুন হাট চত্ত্বরে ওই অনুষ্ঠান হয়। দায়িত্বগ্রহনের আড়াই বছর পূর্তিতে তিনি ওই অনুষ্ঠানের আয়োজন করেন। শুরুতেই তিনি মাদক-জুয়া ও অবৈধ পুকুর খননের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এছাড়া যে কোন অন্যায়ের প্রতিবাদে জনস্বার্থে তিনি কাজ করে যাবেন বলে প্রতিশ্রুতি দেন।
এলাকায় তিনিই প্রথম এ ধরনের ব্যতিক্রম অনুষ্ঠান করে আলোচনার কেন্দ্র বিন্দুতে আসেন। তিনি এলাকার বিভিন্ন সমস্যার সমাধানকল্পে সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে সাধ্যমত সমাধানের চেষ্টা করবেন বলে উপস্থিত জনতাকে আশ্বস্ত করেন। একজন রাজমিস্ত্রির যোগালদারকে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত করায় তিনি জনগনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।