
আজ ১৬ই ডিসেম্বর মধ্যরাতে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্টে তিনি এসব কথা বলেন।
পলক বলেন, শিক্ষার্থী ও বেকার তরুণ-তরুণীদের জন্যই হাতে নেয়া হয়েছে চলনবিল ডিজিটাল সিটি মেগা প্রকল্প। আগামী ৩ বছরের মধ্যে একই স্থানে বাস্তবায়িত হবে ৪টি প্রতিষ্ঠান। যেখানে উপজেলার শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণ এবং ২০ হাজার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে।
উল্লেখ্য, উত্তরাঞ্চলে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা উত্তরবঙ্গের মানুষের প্রাণের দাবী, যা স্থাপনে পর্যাপ্ত ও উপযোগি স্থান সিংড়া।



