বড়াইগ্রামে আমন সংগ্রহ অভিযান শুরু

নাটোর অফিস॥
নাটোরের বড়াইগ্রামে ২০২০-২১ মৌসুমের আমন সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলার বনপাড়া খাদ্য গুদামে (এলএসডি) সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন ইউএনও জাহাঙ্গীর আলম।
এসময় উপস্থিত ছিলেন বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা খাদ্য কর্মকর্তা আফরোজা পারভীন, ওসি এলএসডি তন্ময় কুমার, উপজেলা আওয়ামীলীগরে ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস, চালকল মালিক সমিতির সভাপতি এএইচএম কামাল, সম্পাদক আবু বকর প্রমূখ।
ওসি এলএসডি তন্ময় কুমার জানান, চলতি মৌসুমে ৩৭ টাকা দরে ৩ হাজার ৩৬ মেট্রিক টন চাল এবং ২৬ টাকা দরে ৬৮১ মেট্রিকটন ধান সংগ্রহ করা হবে। অভিযান চলেবে ২৮ ফেব্রয়ারী/২১ পর্যন্ত। তিনি আরও জানান, উপজেলায় ৬০টি হাসকিং এবং ৫টি অটো রাইস মিলের নিবন্ধন রয়েছে। এরমধ্যে চাল সরবরাহের জন্য চুক্তিবদ্ধ হয়েছে মাত্র চারটি মিল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *