গুরুদাসপুর জাতীয় পার্টির সাধারণ সম্পাদকসহ শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

নাটোর অফিস॥
নাটোরের গুরুদাসপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক দিল মোহাম্মদ মোল্লা, সাংগঠনিক সম্পাদক এস.এম. মাহাবুবুর রহমান (রফিক) এবং গুরুদাসপুর পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নাদিম পারভেজ অপুসহ শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেছেন। একই সাথে তারা নিজেদেরকে জাতীয় পার্টির জেলা ও উপজেলার সকল পদপদবী ও কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষনা দিয়েছেন । আলাউদ্দিন মৃধাকে দলের কেন্দ্রীয় কমিটির যুগ্নসাংগঠনিক সম্পাদক ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক করায় বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তি মাধ্যমে এ ঘোষনা দেয়া হয়েছে।
লিখিত বিজ্ঞপ্তিতে সাধারণ সম্পাদক দিল মোহাম্মদ মোল্লা জানান, তিনি গত ৯ বছর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এসময় আলাউদ্দিন মৃধা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। কিন্তিু দলীয় কোন কার্যক্রমের সাথে তাকে (আলাউদ্দিন মৃধা) পাওয়া যায়নি। এছাড়া দলের মধ্যে গ্রুপিং এবং দলীয় শৃংখলা ভঙ্গ করে একাধিকবার দলের ভাবমুর্তি ক্ষুন্ন করেছেন তিনি। এরপরও কথিত আলাউদ্দিন মৃধাকে দল কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাংগঠনিক সম্পাদক ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক করায় তারা ঐক্যবদ্ধ হয়ে দলীয় সিদ্ধান্ত নিয়ে পদত্যাগ করেছেন।
এসময় বক্তৃতা করেন, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এসএম মাহাবুবুর রহমান (রফিক), গুরুদাসপুর পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নাদিম পারভেজ অপু, উপজেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, ধারাবারিষা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাটুল প্রমুখ।
এ বিষয়ে জানতে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলাউদ্দিন মৃধার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও সাড়া পাওয়া যায়নি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *