নলডাঙ্গায় ৪৫০ জন মা ও শিশু পেলো স্বাস্থ্যসেবা ও সুরক্ষা উপকরণ

নাটোর অফিস॥
নাটোরের নলডাঙ্গায় ২০১৯-২০২০ অর্থ বছরে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় ৪৫০ জন মা ও শিশুকে স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য সুরক্ষায় উপকরণ দেওয়া হয়েছে । মঙ্গলবার (০১ ডিসেম্বর) বিকেলে নলডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এক হেল্থ ক্যাম্পে এই স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়। পৌরসভার নয়টি ওয়ার্ডের উপকারভোগী এই হেলথ ক্যাম্পে অংশগ্রহণ করেন। নলডাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে হেলথ ক্যাম্পে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান, ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম সরদার, জেলা পরিষদ সদস্য রয়েছেন রুবেল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর খাতুন, সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার রাজেশ কুমার সাহা, তথ্য কর্মকর্তা তৌহিদা হক, নলডাঙ্গা পৌরসভার মহিলা কাউন্সিলর আনোয়ারা বেগম ,রেনুকা হুজুর, দুলালী বেগম প্রমূখ। হেল্থ ক্যাম্পে ৪৫০ জদ মা ও শিশুদের স্বাস্থ্য সেবাসহ সাবান, ওরস্যালাইন ও নাস্তা প্রদান করা হয় । একই সঙ্গে প্রেসার ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *