ম্যারাডোনার মৃত্যুতে ভাত খাওয়া বন্ধ রেখে শোক পালন করছেন বাগাতিপাাড়ার বাবু

নাটোর অফিস
নাটোরের বাগাতিপাড়ার রুহুল আমিন সরকার বাবু নামে ফুটবল যাদুকর দিয়াগো ম্যারাডোনার মৃত্যুতে ভাত খাওয়া বন্ধ রেখে ৭ দিনের শোক পালন করছেন। কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনার মৃত্যুতে বাগাতিপাড়ার ভক্তদের মাঝেও নেমে এসেছে শোকের ছায়া। তেমনই এক ভক্ত বাগাতিপাড়া উপজেলার বিহারকোল বাজারের ভাই বন্ধু মুদি দোকানী রুহুল আমিন সরকার বাবু। তার প্রিয় ফুটবলার ম্যারাডোনার মৃত্যুতে খাওয়া দাওয়া বন্ধ রেখে শোক পালন করছেন। গত বুধবার থেকে তিনি ভাত, মাছ ও মাংস খাওয়া বন্ধ রেখেছেন। তিনি সাত দিনের শোক পালন করছেন। শুধু খাওয়া বন্ধ রাখেননি রুহুল আমিন সরকার বাবু । প্রিয় ফুটবলারের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য কালো ব্যাজ ধারণ করে রয়েছেন। তার দোকানে প্রিয় ফুটবলারে মৃত্যুতে সাত দিনের শোক পালনের ব্যানার ও আর্জেন্টিনার পতাকা সহ কালো পতাকা উত্তোলন করে রেখেছেন। তবে বাংলাদেশের জাতীয় পতাকাও উত্তোলন করেছেন।
রুহুল আমিন সরকার বাবু জানান, আর্জেন্টাইন ফুটবলার দিয়াগো ম্যারাডোনার মৃত্যুতে তিনি সাত দিন শোক পালনের সিদ্ধান্ত নেন। এদিন থেকে তিনি ভাত, মাছ ও মাংস খাওয়া বন্ধ রেখেছেন। কাল মঙ্গলবার দুপুরে ম্যারাডোনার আত্মার শান্তি কামনার মধ্য দিয়ে শোক পালনের কর্মসূচি শেষ করবেন।
স্থানীয়রা জানান, দোকানি বাবু ম্যারাডোনা ভক্ত। তিনি প্রতিটি বিশ্বকাপের সময় দোকান থেকে তার বাড়ি পর্যন্ত এক কিলোমিটার দীর্গ আর্জেন্টিনার পতাকা টানিয়ে রাখতেন। এছাড়া আর্জেন্টিনার ম্যাচের দিনে তিনি দর্শকদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করেন। ম্যারাডোনার মৃত্যুতে তিনি ভেঙে পড়েছেন।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আল মামুন সরকার বলেন, তিনি বাবুকে সেই ১৯৮৬ সাল থেকেই ম্যারাডোনা ভক্ত হিসেবে জানেন। তার এই শোক পালনই প্রমান করে আর্জেন্টাইন এই তারকা ফুটবলারের মৃত্যুতে বাংলাদেশী ভক্তরা কতটা মর্মাহত।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *